করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার ৬ সদস্যের একটি টাস্ক ফোর্স তৈরি করল। অ্যাপেক্স টাস্ক ফোর্সের নেতৃত্বে মুখ্যসচিব আলাপন ব্যানার্জি।
টাস্ক ফোর্সে মুখ্যসচিব ছাড়াও থাকছেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রমুখ। ৬ সদস্যের টাস্ক ফোর্স রাজ্যে বেড়ে চলা করোনা পরিস্থিতির উপর সার্বিক নজরদারি চালাবে।
বিগত কয়েক দিনে রাজ্যে কার্যত হুহু করে বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বাংলায় সংক্রমিত ১১ হাজার ৯৪৮ জন। এদিকে করোনার ঢেউয়ের মধ্যেই বাংলায় চলছে বিধানসভা ভোট। লাফিয়ে বেড়ে চলা সংক্রমণের জেরে ইতিমধ্যেই নির্বাচন কমিশন একাধিক নির্দেশ জারি করেছে।
অতিমারি নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী একটি মিটিং ডেকেছেন। মিটিং-এ এদিন রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন মুখ্য সচিব আলাপন ব্যানার্জি। মমতা জানিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রীর মিটিং-এ আমন্ত্রণ জানানো হয়নি।
Comments are closed.