ফের নজির বাংলার, দুই প্রকল্পের জন্য বিশেষ সম্মান পেল রাজ্য সরকার 

রাজ্য সরকারের মুকুটে জুড়লো জোড়া পালক। তাঁত শিল্পে উন্নতির জন্য ফের স্কচ অ্যাওয়ার্ড পেল পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে ডিজিটাল প্রযুক্তিতে বিশেষ উন্নতির জন্যও সম্মানিত হল মমতা সরকার।

নবান্ন সূত্রে খবর, হ্যান্ডলুম এবং টেক্সটাইল ক্ষেত্রে উন্নতির জন্য বিশেষ কাজ করেছে রাজ্য। রাজ্যের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রসার যেমন বেড়েছে, একই ভাবে ওই ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে। আর বস্ত্র শিল্পে রাজ্যের এই অবদানের জন্যই রাজ্য সরকারের ব্র্যান্ড ‘তন্তুজ’ জিতে নিয়েছে স্টার অফ গভর্ন্যান্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল।

এর পাশাপাশি ইকোনমিক টাইমস গ্রুপের তরফে ইটি গভর্নমেন্ট ডিজিটেক অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে। বর্তমানে সবই প্রযুক্তি নির্ভর। আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাঙ্কিং সেক্টর, আয়কর রিটার্ন ফাইল সব ক্ষেত্রেই বেশিরভাগ কাজটাই হয় ডিজিটাল মাধ্যমে। প্রযুক্তির যুগে রাজ্যের যুব সম্প্রদায়কে সাহায্য করার জন্য সরকার যেভাবে প্রযুক্তির ব্যবহার করেছে, তার জন্যও বিশেষ এই পুরস্কারে পুরস্কৃত হয়েছে তৃণমূল সরকার। ইকোনোমিক টাইমস বিশেষ এই সম্মান দিয়েছে রাজ্য সরকারকে।

Comments are closed.