আর্থিকভাবে পিছিয়ে পড়া ডাক্তারি পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য; মেডিক্যাল কলেজগুলোতে বাড়ছে আসন 

আর্থিকভাবে পিছিয়ে পড়া ডাক্তারি পড়ুয়াদের পাশে রাজ্য সরকার। আরও বেশি পড়ুয়া যাতে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে সুযোগ পায়, তার জন্য আসন সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই মর্মে স্বাস্থ্যভবন থেকে নির্দেশও জারি হয়েছে। 

জানা গিয়েছে, বিভিন্ন জেলার মোট মেডিক্যাল কলেজে বেশকিছু আসন সংখ্যা বাড়ানো হয়েছে। ডায়মন্ড হারবার, রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ এবং কোচবিহার মিলিয়ে মোট পাঁচটি মেডিক্যাল কলেজে ৫০টি করে আসন বাড়ানো হয়েছে। অর্থাৎ মোট আসন সংখ্যা বেড়েছে ১৫০টি। ওই অতিরিক্ত ৫০টি করে আসন আর্থিকভাবে পিছিয়ে পড়া মেডিক্যাল কলেজ পড়ুয়াদের জন্য থাকবে। ইউজিসি এবং মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুসারে ওই ৫০টি আসনে ছাত্র ভর্তি করা যাবে। 

উল্লেখ্য, রাজ্যে মোট ১৭টি মেডিক্যাল কলেজেই আসন সংখ্যা বেড়েছে। যাদের মধ্যে রয়েছে, এসএসকেএম, NRS, আরজিকর, সাগর দত্ত মেডিক্যাল কলেজ। 

Comments are closed.