‘দুয়ারে সরকার’কে বিশেষ সম্মান কেন্দ্রের; ‘ডিজিটাল ইন্ডিয়া’ পুরস্কার পাচ্ছে বাংলার প্রকল্প 

ফের রাজ্যের প্রকল্পের জয়জয়কার। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকারকে বিশেষ সম্মান দিচ্ছে নয়া দিল্লি। সোমবার এই মর্মে কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে নবান্নে। 

জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে রাজ্যের ‘দুয়ারে সরকার প্রকল্প’কে ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের পুরস্কার প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া প্রশাসনিক মহলে। 

এই প্রথম নয়, এর আগেই রাজ্য সকারের বেশ কয়েকটি প্রকল্প দেশে, বিদেশে পুরস্কৃত হয়েছে। অন্যান্য প্রকল্পের মতো দুয়ারে সরকারও অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। মূলত প্রশাসনকে সাধারণ মানুষের ‘দুয়ারে’ পৌঁছে দিতেই এই উদ্যোগ। রাজ্যের যে একগুচ্ছ প্রকল্প রয়েছে, তার জন্য ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে আবেদন জানানো যায়। পঞ্চায়েত ভোটের আগেও রাজ্যজুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। ক্যাম্পগুলোতে প্রচুর ভিড়ও হচ্ছে। এর মধ্যেই প্রকল্পের পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করেছে। 

Comments are closed.