ভবানীপুরের পুলিশ হাসপাতাল বদলে গেল করোনা চিকিৎসা কেন্দ্রে, উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকা হাসপাতালের কর্নধার, বন্ধন ব্যাঙ্কের কর্নধার, রাজ্যের মুখ্যসচিব, কলকাতা পুলিশ কমিশনার প্রমুখ

কলকাতা পুলিশ হাসপাতাল হল করোনা চিকিৎসা কেন্দ্র। সোমবার নবান্ন থেকে নবরূপে সেজে ওঠা পুলিশ হাসপাতালকে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

স্বাস্থ্য দফতরের উদ্যোগে, মেডিকা হাসপাতাল এবং বন্ধন ব্যাঙ্কের সহায়তায় কলকাতা পুলিশের প্রায় জীর্ন হয়ে যাওয়া ভবানীপুরের পুলিশ হাসপাতাল ৩০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে বদলে গেল।

হাসপাতালের কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী

সোমবার এই কোভিড হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকা হাসপাতালের কর্নধার, বন্ধন ব্যাঙ্কের কর্নধার, রাজ্যের মুখ্যসচিব, কলকাতা পুলিশ কমিশনার প্রমুখ।

আগের ও এখনকার অবস্থা

১৯২১সালে ভবানীপুরে এই বাড়িটি নির্মিত হয়। বহুদিন এটি জীর্ন অবস্থায় ছিল। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পথে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী এই হাসপাতালটি পুনর্নির্মাণে উদ্যোগী হন।

কলকাতা পুলিশের সমস্ত কর্মী, তাঁদের পরিবারের কেউ করোনা সংক্রমিত হলে পুলিশ হাসপাতালেই চিকিৎসা হবে। সেই সঙ্গে সাধারণ মানুষও এখানে চিকিৎসার সুযোগ পাবেন বলে এদিন জানান মুখ্যসচিব।

নবরূপে

আলাপন ব্যানার্জি জানান, করোনা পরিস্থিতির জন্য যুদ্ধকালীন তৎপরতায় এই হাসপাতালের কাজ সম্পূর্ণ হয়েছে।

Comments are closed.