২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মাওবাদীরা হামলা চালাতে পারে। শুক্রবার রাজ্যের গোয়েন্দা বিভাগের তরফে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে তারা।
রাজ্যের আইবি দফতর সূত্রে খবর, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মাওবাদীরা নাশকতার ঘটনা ঘটাতে পারে। মূলত তাদের টার্গেটে রয়েছে, রাজনৈতিক নেতৃত্ব, সরকারি সম্পত্তি, মোবাইল টাওয়ার, পুলিশ, সিআরপিএফ ক্যাম্প, সংশোধনগারের মতো জায়গাগুলি। এছাড়াও রেলকে বিশেষ ভাবে সতর্ক করেছে রাজ্যের আইবি ডিপার্টমেন্ট।
সূত্রের খবর, রেলের বেশ কিছু রুটে মাওবাদীরা হামলা চালাতে পারে। জানা গিয়েছে, রাজ্য গোয়েন্দাদের তরফে ঝাড়গ্রাম-গিধনি, খড়গপুর-আদ্রা, পুরুলিয়া-বিরামডি, পুরুলিয়া-মুরি-সুইসা, সিউড়ি-অনডাল, ঝালদা-বোকারো ট্রেন রুটগুলিতে আরপিএফ-কে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের আগে রাজ্য গোয়েন্দাদের এধরনের সতর্কবার্তাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে মাওবাদীদের কার্যকলাপ বন্ধ হলেও ভিন রাজ্যে এখনও তারা সক্রিয়। এই আবহে রাজ্যের আইবি ডিপার্টমেন্ট-এর সতর্কতা ঘিরে সংশ্লিষ্ট সব মহলেই তৎপড়তা শুরু হয়েছে।
Comments are closed.