রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ১৭ জুলাই। আর রেজাল্ট বেরোবে ১৪ অগস্টের মধ্যেই। করোনা কালে এই প্রথম অফলাইন পরীক্ষা হতে চলেছে রাজ্যে। বুধবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হল একথা।
পরের ভর্তি সংক্রান্ত কাউন্সেলিং ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় শেষ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। বাইরে চলে যায় অনেকে পড়াশোনা করতে, তাঁদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছর মোট ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এরমধ্যে ৬০% রাজ্যের বাসিন্দা আর বাকি ৪০% বাইরে বসবাস করে। পরীক্ষার্থীদের জন্য ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়, ২০২১ সালে জয়েন্ট এন্ট্রান্সের সব ছাত্রছাত্রীকে বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষা করানোর চেষ্টা করা হবে। সরকারি, বেসরকারি স্কুল, কলেজগুলোকে পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে কোভিড প্রটোকল মেনেই পরীক্ষা হবে। জোনগুলিকে আরও বেশি বিস্তৃত করা হয়েছে।
আগে ঠিক ছিল ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স হবে। কিন্তু অতিমারির কথা চিন্তা করে পরীক্ষার দিন ঠিক হয় ১৭ জুলাই। এই সময়ের মধ্যে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা আছে।
Comments are closed.