মঙ্গলবার রাজ্যের প্রায় সব জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সন্ধ্যার দিকে কালবৈশাখীরও সম্ভবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং মঙ্গলবার ঝড়-বৃষ্টি শুরু হলেও তা চলবে শনিবার পর্যন্ত।
মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। গরমের তীব্রতাও রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিকেলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। এবং সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভবনা থাকছে। ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
এদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায়ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বিশেষ করে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদুৎ সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান নিকবর দীপপুঞ্জের সর্বত্র ঢুকে পড়বে। যার জেরে বর্ষাও কিছুটা এগিয়ে আসবে।
Comments are closed.