এক ধাক্কায় বেতন বাড়ল ৪০ হাজার টাকা; পুজোর আগে বিধায়কদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বিধায়ক মন্ত্রীদের জন্য সুখবর। পুজোর আগে তাঁদের বেতন অনেকটাই বাড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব পাস হওয়ার পরেই, বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন, বিধায়ক, প্রতিমন্ত্রী, মন্ত্রী, সকলের বেতন একধাক্কায় ৪০ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এদিন সেকথা জানান মুখ্যমন্ত্রী। তবে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে আগের মতোই তিনি বেতন নেবেন না বলে বিধানসভায় জমিয়েছেন তৃণমূল নেত্রী। বেতন বাড়ানোর কারণ হিসেবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে বাংলার বিধায়করাই সবচেয়ে কম বেতন পান।  “চলাফেরা, দু’টো খাওয়া, সবই ওই টাকায় করতে হয়। সেটা পর্যবেক্ষণ করেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

বেতন বাড়ার পর কতটাকা করে পাবেন বিধায়ক মন্ত্রীরা। এদিন তাও জানান মুখ্যমন্ত্রী। জানান, প্রতি মাসে এতদিন ১০ হাজার টাকা বেতন পেতেন বিধায়করা, তা বেড়ে ৫০ হাজার টাকা হল। প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা পেতেন, তা হল ৫০ হাজার ৯০০। পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা। যদিও বেতনের পাশাপাশি বিধায়ক ,মন্ত্রীরা ভাতা হিসেবেও টাকা পান। ভাতা মিলিয়ে এতদিন বেতন হিসেবে বিধায়করা প্রতি মাসে ৮১ হাজার টাকা পেতেন। এখন তা বেড়ে ১ লক্ষ ২১ হাজার টাকা হল। বিরোধী দলনেতা, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীরা ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন, তাঁরা এবার ১.৫০ লক্ষ টাকা পাবেন।

Comments are closed.