রাজ্য এবং জেলা কমিটি গঠন নিয়ে কার্যত অন্তর্দ্বন্দে জেরবার রাজ্য বিজেপি। একাধিক জেলার জেলা কমিটি গঠন নিয়ে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠেছে। এই আবহে গেরুয়া শিবিরের সাংগঠনিক পদে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী। দলীয় সূত্রে খবর, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে সৌম্যেন্দু অধিকারীকে।
একুশের ভোটের মুখে দাদা শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে আসেন অধিকারির পরিবারের ছোট ছেলে। তৃণমূলে থাকাকালীন তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। জেলায় জেলায় নতুন কমিটি গঠন নিয়ে বিজেপির অন্দরে যেখানে দ্বন্দ্ব শুরু হয়েছে, সৌম্যেন্দুর কমিটিতে আসা সেক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
উল্লেখ, সম্প্রতি একাধিক অভিযোগের পাশপাশি বিজেপির বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার জেলা কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বিজেপির একাধিক জেলা কমিটিতে এমন লোককে জেলা সভাপতি করা হয়েছে যাঁকে ওই জেলারই কর্মীরা চেনেন না।
Comments are closed.