স্বরাষ্ট্রমন্ত্রকের স্পেশাল অপারেশন পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ১০ জন আধিকারিক। এই ১০ জন পুলিশ আধিকারিকের তালিকায় রয়েছেন, DSP হরিকৃষ্ণ পাইন, ইন্সপেক্টর সৌমিত্র বসু, ইন্সপেক্টর শ্রীপ্রসন্ন দিকপতি, পুলিশ সার্জেন্ট অম্বুজ সিংহ, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস এবং সাব ইন্সপেক্টর দেবাশিস রাউত।
পাশাপশি স্বরাষ্ট্রমন্ত্রকের স্পেশাল অপারেশন পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ৩ জন কনস্টেবল। এঁদের মধ্যে রয়েছেন, আবদুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি, এবং সৌমজিৎ দাস। কর্তব্যতে বিশেষ দক্ষতার জন্য ১০ পুলিশ আধিকারিককে এই বিশেষ সম্মান দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য, প্রতি বছরই দেশের একাধিক রাজ্যের পুলিশ কর্মীদের মধ্য থেকে কিছু জনকে নির্বাচন করে এই বিশেষ সম্মান দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পুলিশেরও একাধিক কর্মী, আধিকারিক এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের এই বশেষ সম্মান পেয়েছেন। ফের রাজ্য পুলিশের মুকুটে স্বীকৃতির এই নয়া পালক জুড়ল।
Comments are closed.