OTP শেয়ার করলেই বিপদ, বলছেন রাজেশ খান্না ! সচেতনতা বাড়াতে অভিনব প্রচার রাজ্য পুলিশের 

‘পুষ্পা I Hate Tears’, রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর অভিনীত ‘অমর প্রেম’ ছবির এই সংলাপ শোনেনি এমন সিনেপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। সাইবার হানা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করতে এবার রাজেশ খান্নার সেই বিখ্যাত সংলাপকে প্রচারে ব্যবহার করল পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার রাজেশ খান্নার ছবি এবং ওই ছবির কিছু সংলাপ দিয়ে রাজ্য পুলিশ ফেসবুকে একটি পোস্ট করেছেন। আর সচেতনতা বাড়াতে পুলিশের এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে নেট নাগরিকদেরও। ইতিমধ্যেই অনেকে রাজ্যপুলিশের ওই ফেসবুক পোস্ট শেয়ার করতে শুরু করেছেন। রীতিমতো ফের একবার ভাইরাল ‘ পুষ্পা আই হেট টিয়ার্স’। 

বিখ্যাত সংলাপের কিছু পরিবর্তন করে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, “ Pushpa don’t share your OTP with strangers. I hate tears that they may bring to you”. অর্থাৎ মেসেজে আসা ওটিপি শেয়ার করলেই তোমায় কাঁদতে হবে পুষ্পা। আর আমি তোমার চোখের জল পছন্দ করিনা” প্রসঙ্গত সেচতনতা বাড়াতে একাধিক সময় রাজ্য পুলিশের তরফে ফেসবুকে নানান ধরণের পোস্ট করা হয়। সেখানে কখনও কখনও কোনও জনপ্রিয় সংলাপকেও ব্যবহার করা হয়। কিন্তু রাজেশ খান্নাকে নিয়ে এদিনের ফেসবুক পোস্ট একপ্রকার বাড়তি নজর কেড়েছে  নেট পাড়ার। 

উল্লেখ্য, প্রযুক্তির উন্নতির পাশপাশি কিছু ক্ষেত্রে বেড়েছে বিপদও। কোনও অপরিচিত নাম্বার থেকে আসা লিঙ্কে ক্লিক করলেই মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কখনও কখনও অচেনা নাম্বার থেকেও ওটিপি জানতে চাওয়া হয়। অনেকেই আছেন না জেনেই তা শেয়ার করে দেন। এই ধরনের কাজ থেকেই বিরত থাকতে পরমার্শ দিচ্ছে রাজ্য পুলিশ।  

Comments are closed.