টেলিমেডিসিন পরিষেবায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেল বাংলা। রীতিমতো শংসাপত্র দিয়ে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই সাফল্যের কথা। কোভিড অতিমারী কালে মানুষের পাশে দাঁড়াতে টেলিমেডিসিন পরিষেবার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
টেলিমেডিসিন পরিষেবায় চালু করা হয়েছিল সরকারী হেল্পলাইন নম্বর। এরফলে উপকৃত হয়েছেন রাজ্যের মানুষ। এবার সেই স্বীকৃতি পেল বাংলা।
এরআগেও কেন্দ্রের তরফে সেরার শিরোপা পেয়েছে বাংলা। ১০০ দিনের কাজে দেশের সেরা হয়েছে বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ১০০ দিনের কাজে সবথেকে বেশী মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে বাংলায়।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজে রাজ্যে ১,১১,২১,৮৭৪ জনের কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয় কর্মদিবস তৈরিতে দুই নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ । এবার টেলিমেডিসিন পরিষেবায় সেরার শিরোপা পেল বাংলা।
বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। কিন্তু তবুও বারবার বিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে এগিয়ে গেছে বাংলা।
Comments are closed.