দার্জিলিং-এ বেড়াতে গিয়েছেন এমন পর্যটকেদের জন্য সুখবর। বছরের শেষ কয়েকটি দিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, বছরশেষে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।
তবে বছরের শেষ কয়েকদিন কনকনে ঠান্ডা উপভোগ করতে পারলেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কয়েকদিন ধরেই বেলার দিকে কার্যত উধাও ঠান্ডা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল
১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তুলনায় এদিন তাপমাত্রা সামান্য কমেছে।
যদিও হাওয়া অফিস জানাচ্ছে নতুন বছর ফের একবার আবহাওয়ার পরিবর্তন হবে। জাঁকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে।
Comments are closed.