জামাইষষ্ঠীর দিন বাংলা পাচ্ছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস; কোন রুটে চলবে নতুন ট্রেন?

সম্প্রতি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে রাজ্য। যা ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। এর মধ্যেই ফের তৃতীয় একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে পশ্চিমবঙ্গ। রেল সূত্রে তেমনটাই খবর। জানা গিয়েছে, জামাইষষ্ঠীর দিনই মূলত উত্তরবঙ্গবাসীর জন্য আসছে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। নতুন ট্রেনটি চলবে, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত। 

এটি ১৭তম বন্দে ভারত এক্সপ্রেস। এবং রাজ্যের তৃতীয় বন্দে ভারত। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অ্যাডিশনাল ডিভিশনাল রেল ম্যানেজার সঞ্জয় চিলওয়ারওয়ার জানিয়েছিলেন, খুব শীঘ্রই নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। ঘোষণা মোতাবেক জানা গেল, জামাইষষ্ঠীরই দিনই বাংলা পাচ্ছে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। 

উল্লেখ্য, দিন কয়েক আগে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া নিউ জলপাইগুড়ির পর নতুন ট্রেন নিয়েও উচ্ছাসিত ভ্রমণ প্রেমী বাঙালি। এর মধ্যেই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের খবরে খুশি উত্তরবঙ্গের মানুষ। তবে জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেনটি মাঝে কোন কোন স্টেশনে দাঁড়াবে তা এখনও জানা যায়নি। 

Comments are closed.