এবার বাংলা পাচ্ছে দুটি বন্দে ভারত ‘মেট্রো’! কোন কোন রুটে চলবে? কী জানাচ্ছে রেল?

বাংলায় ইতিমধ্যেই তিনটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তবে এবার এক্সপ্রেস নয়, রাজ্য পাবে দুটি বন্দে ভারত মেট্রো। রেলের তরফে তেমনটাই জানানো হয়েছে। কিন্তু বন্দে ভারত মেট্রো ব্যাপারটা কী? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসগুলো ১৬ কামরার। তবে বন্দে ভারত মেট্রো বলতে যে ট্রেনগুলোকে বলা হচ্ছে, সেগুলো হবে ৮ কামরার। মেট্রোর মতো ৮ কোচ বিশিষ্ট বলে ট্রেনগুলোকে বন্দে ভারত মেট্রো বলা হচ্ছে। জানা গিয়েছে, সব ঠিক থাকলে হাওড়া থেকে বন্দে ভারত মেট্টো দুটি রুটে ছাড়বে। একটি হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া। এবং অন্যটি হাওড়া-ভাগলপুর-হাওড়া। তবে ট্রেনগুলো কবে যাত্রা শুরু করবে, সে নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

ট্রেনগুলোর সময়সূচি নিয়ে জানা গিয়েছে, দুটি ট্রেনই সপ্তাহে ৬ দিন করে চলবে। আজিমগঞ্জ থেকে সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে ট্রেন হাওড়া পৌঁছবে সকাল ১১:২০ মিনিটে। এবং হাওড়া থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬:৫০ মিনিটে এবং আজিমগঞ্জ পৌঁছবে রাত ১০ঃ৫৫ মিনিটে। শনিবার বাদে সপ্তাহে বাকি ৬ দিন ট্রেনটি চলবে।

অন্যদিকে হাওড়া ভাগলপুর বন্দে ভারত মেট্রো, ভাগলপুর থেকে ছাড়বে সকাল ৬:১৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছবে দুপুর ১:৪৫ মিনিটে। এটি বুধবার বাদে বাকি দিন চলবে। আবার হাওড়া থেকে ছাড়বে দুপুর ২:২৫ মিনিটে এবং ভাগলপুর পৌঁছবে রাত ৯:৫৫ মিনিটে। হাওড়া থেকে ভাগলপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি রওনা দেবে সেটি মঙ্গলবার বাদে সব দিন চলবে।

Comments are closed.