নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক আপনাদের সকলের জীবন। শান্তি – সম্প্রীতি – সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক সকলকে শুভেচ্ছা জানান তিনি। সবাইকে নতুন শব্দ শুভনন্দন জানান তিনি।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0y2npuwcvQ7wUy4VBAEb4sxPWyqSkkKG7TiAjsNaPsAsoDft68ubZN6HvR1ENb4g7l&id=100069416965553&mibextid=Nif5oz
আজ নববর্ষের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল পড়ে বাংলা নববর্ষ। বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ বা পয়লা বৈশাখ এই বছর ১৪৩০-এ পা দিয়েছি আমরা।
এদিন বাংলা নববর্ষ উপলক্ষে সকালে রাজভবন থেকে শান্তি মিছিল এবং সাইকেল মিছিলের আয়োজন করা হয়। পয়লা বৈশাখের এই অনুষ্ঠানের শুরুতেই এনসিসির সদস্যদের মিছিল আর র্যালির সূচনা করেন রাজ্যপাল আনন্দ বোস। রেড রোড পর্যন্ত যায় এই শান্তি মিছিল। মিছিলের সূচনা করতে এসে স্পষ্ট বাংলায় রাজ্যপাল বলেন, ‘শুভ নববর্ষ।’
Comments are closed.