কে এই ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট, যিনি বিল গেটসকে সরিয়ে বিশ্বের ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন
দীর্ঘদিন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তির স্থান ধরে রেখেছিলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। Bloomberg Billionaires Index এর গত সাত বছরের ইতিহাসে কখনও দুইয়ের নীচে নামেননি বিল গেটস। তবে এই প্রথমবার বিল গেটসকে সরিয়ে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হিসেবে উঠে এলেন ফ্রান্সের শিল্পপতি বার্নার্ড আর্নল্ট। ফ্রান্সের ভোগ্যপণ্য নির্মাতা সংস্থা এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্টের আয়ের পরিমাণ ১০৭.৬ বিলিয়ন ডলার। আর বিল গেটসের আয় তাঁর চেয়ে ২০০ মিলিয়ন ডলার কম। ফলে এই প্রথমবার বিল গেটসকে তৃতীয় স্থানে পাঠিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন লুই ভিটোর সর্বেসর্বা বার্নার্ড আর্নল্ট। এবারও প্রথম স্থান ধরে রেখেছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজো।
১৯৮৪ সালে ক্রিশ্চান ডিওরের বিখ্যাত টেক্সটাইল সংস্থা কিনে নিয়ে ব্যবসা শুরু করেন ফ্রান্সের শিল্পপতি বার্নার্ড আর্নল্ট। যদিও বছর চারেক পর এই সংস্থার শেয়ার বিক্রি করে বিখ্যাত প্রসাধনী সংস্থা এলভিএমএইচের মালিকানা কেনেন। আর সেখান থেকেই তাঁর ধূমকেতু সম উত্থান। ওয়াইন, শ্যাম্পেন থেকে হাতঘড়ি,গয়না, কসমেটিক্স বা চামড়াজাত দ্রব্য বিক্রি করে বার্নার্ড আর্নল্টের সংস্থা। বছর ৭০ এর শিল্পপতি ও ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট তাঁর প্রখ্যাত প্রসাধণ সামগ্রী প্রস্তুতকারক সংস্থা এলভিএমএইচের দৌলতে চলতি বছরেই ৩৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি বাড়িয়েছেন, যা Bloomberg এর ক্রমতালিকায় থাকা ৫০০ ধনী ব্যক্তির মধ্যে সর্বোচ্চ বলে জানা গিয়েছে। আমেরিকা মহাদেশের বাইরে আর্নল্টই একমাত্র ব্যক্তি যাঁর সম্পত্তি ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।
তবে অন্যান্য কয়েক বছরের মতো এবারও বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে শীর্ষে রয়েছেন ই-কমার্স সংস্থা অ্যামাজনের মালিক জেফ বেজো। ১৫১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। এছাড়া Bloomberg এর ধনী ব্যক্তিদের তালিকার বিল গেটসের পর, চতুর্থ স্থানে রয়েছেন ওয়ারেন বাফেট, পঞ্চম স্থানে রয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ।
Comments are closed.