জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে। আর পুলিশের চোখে ধুলো দিতে এক অভিন উপায় বেছে নিয়েছিলেন অভিযুক্ত। পুলিশের চোখের সামনেই ভিখারির ছদ্মবেশে ফুটপাতে ঘাপটি মেরে পড়েছিলেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হলনা। পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।
খুনের ৬দিন পরে শুক্রবার উত্তর কলকাতার টালা থেকে ভাঙড়ে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাট্টা কারবারি নেপ্তউদ্দিন খানকে গ্রেফতার করে পুলিশ।
খুন দুটি হয় গত ২৬ জুন। অভিযুক্তর শ্যালক সাট্টায় জিতে নেপ্তউদ্দিনকে ফোন করেন টাকা চাওয়ার জন্য। নেপ্তউদ্দিন টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেন। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনাটি দেখে ফেলেন অভিযুক্তর ভাইপো রবিউল ইসলাম। যার জেরে তাঁকেও খুন হতে হয়। নৃশংস এই হত্যাকাণ্ড তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় থানার দাবি, খুনের পর মহিলার ছদ্মবেশে এলাকা ছেড়ে পালান অভিযুক্ত। ছয়দিন ধরে নেপ্তউদ্দিনকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ। এরমধ্যেই সূত্র মারফত পুলিশ জানতে পারে, অভিযুক্তর ফুটপাথে আশ্রয় নেওয়ার কথা। শুক্রবার ভাঙড়ের কাশীপুর থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে নেপ্তউদ্দিনকে গ্রেফতার করে। শনিবার আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে কাশীপুর থানার পুলিশ।
Comments are closed.