দুর্গাপুজোয় বেড়াতে যাচ্ছেন? ‘ভারত গৌরব’ ট্রেনে ছাড়ছে কলকাতা থেকেই; জানুন বিস্তারিত

বাঙালির প্রাণের উৎসবে রেল দিচ্ছে অভিনব সুযোগ। দুর্গাপুজোয় যেমন অনেকেই কলকাতায় ফিরে আসেন পুজো কাটাতে, ঠিক তেমন পুজোর ছুটিতে অনেকেই বেরিয়ে পড়েন কয়েকদিনের জন্য। ভ্রমণ প্রিয় বাঙালির জন্য এবার অভিনব সুযোগ আনছে ভারতীয় রেল। পুজোর ষষ্ঠীর দিন কলকাতা থেকে ছাড়বে ‘ভারত গৌরব ট্রেন’। এই ট্রেনগুলি মূলত টুরিস্ট স্পেশাল হয়। এবার কলকাতা থেকেও সেটি ছাড়তে চলছে। 

রেল সূত্রে খবর, এই স্পেশাল ট্যুর প্যাকেজের মধ্যে থাকছে কলকাতা থেকে রাজস্থান ট্যুর। রেলের দাবি, পুজোর ক’টা দিন এক অন্যরকমের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। যার পুরোটাই পরিকল্পনা করছে রেলের অধীনস্ত সংস্থা IRCTC। 

মোট ট্যুরটি হবে ১১ দিন ১২ রাতের। মহাষষ্ঠীর দিন, ২০ অক্টোবর কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে। কলকাতা, ব্যান্ডেল জংশন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমো, পরশনাথ, হাজারিবাগ রোড, কোডার্মা, গয়া, দেহরি অন শোন, সাসারাম, দীনদয়াল উপাধ্যায় জংশন সহ বেশ কয়েকটি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। পুরো ট্যুরটিতে ঘুরতে পারবেন, আজমেঢ়, উদয়পুর, চিত্তগঢ়, আবু রোড, জোধপুর, জয়সলমের, বিকানের, জয়পুরের মতো বিখ্যাত পর্যটনস্থলগুলো। 

তবে সমগ্র প্যাকেজটির জন্য যদিও পকেটে বেশ কিছুটা চাপ পড়বে। ট্রেনটিতে মোট তিনটি শ্রেণীর টিকিট রাখা হয়েছে। ইকোনমি ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস এবং কমফর্ট ক্লাস। ইকোনমি ক্লাসের টিকিট পড়বে মাথা পিছু ২০,৬৫০ টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসের টিকিটের দাম ৩০,৯৬০ টাকা এবং কমফোর্ট ক্লাসের জন্য টিকিটের দাম ৩৪,১১০ টাকা। IRCTC-এর অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন অগ্রহীরা। 

Comments are closed.