৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি নিজেই। প্রচার কাজে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। বুধবার থেকে পাকাপাকিভাবে ময়দানে নেমে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোভিড প্রটোকল মেনে ভবানীপুর কেন্দ্রে প্রচার সারা হবে। কলকাতা পুরসভার ৮ টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। জানা গেছে, প্রচারের জন্য ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের নেতাদের।
২০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেখানে থাকছেন সাংসদ মিমি চক্রবর্তী, দীপক অধিকারী ওরফে দেব, শতাব্দী রায়, সুব্রত বক্সী, সৌগত রায়, সুখেন্দু শেখর রায় ও মালা রায়। প্রচারে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি থাকবেন প্রচারে। মন্ত্রী পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি,, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও শোভনদেব চ্যাটার্জিকে প্রচারে দেখা যাবে। ইতিমধ্যেই শোভনদেব চ্যাটার্জিকে দেওয়াল লিখনে দেখা গেছে। বিধায়ক হিসাবে থাকছেন জুন মালিয়া, রাজ চক্রবর্তী, মনোজ তেওয়ারি, অদিতি মুন্সি, লাভলি মৈত্রকে। সায়নী ঘোষ ও কুণাল ঘোষ থাকছেন তারকা প্রচার তালিকায়।
জানা গেছে, কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি দায়িত্ব নিয়েছেন ৬৩ নম্বর ওয়ার্ডের। ৮২, ৭৪, ৭৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিয়েছেন ফিরহাদ হাকিম। ৭০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিয়েছেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। ৭১, ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকবেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি। মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ড ৭৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকবেন তাঁর ভাই কার্তিক ব্যানার্জি। ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চ্যাটার্জি।
Comments are closed.