‘খেলা হবে’ স্লোগানে ভর দিয়ে মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরে মা আসছেন

এবার পুজোতেও ‘খেলা হবে’ স্লোগান। খেলা হবে স্লোগানে ভর দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। খেলা হবে শোনা গেছে পার্লামেন্টে। বাংলার গন্ডী পেরিয়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে ‘খেলা হবে’। আর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির গড় ভবানীপুরেই এবার পুজোর থিম ‘খেলা হবে’।

ভবানীপুর দুর্গোৎসব সমিতি এই বছর পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে খেলা হবে। পেশায় ফ্যাশন ডিজাইনার, শান্তিনিকেতনের অধ্যাপক শিল্পী সৌমেন ঘোষ এবার এখানে মণ্ডপ ও প্রতিমা নির্মাণের দায়িত্বে আছেন। প্লাস্টার-প্যারিস দিয় সনাতনী একচালার মূর্তি তৈরি হয়েছে। বাংলার চিরকালীন দ্বন্দ্ব ইস্টবেঙ্গল-মোহনবাগানও থাকবে। দেখানো হবে লড়াই ভুলে তাঁরা পুজোর আনন্দে মেতে উঠেছেন। ফুটবল ছাড়াও ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন খেলার মডেলও থাকবে।

খেলার উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির নানা কৃতিত্বের কথা উঠে আসবে পুজোর থিমে। দেখা যাবে জ্যাভলিন হাতে মা দুর্গাকে পাহারা দিচ্ছেন টোকিও অলিম্পিকসে সোনা জয়ী নীরজ চোপড়া।

এই বিষয়ে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, খেলা হবে স্লোগানকে কেন্দ্র করে বাংলাকে বহিরাগতদের হাত থেকে বাঁচিয়েছেন মমতা ব্যানার্জি। তাই আমারা চাই বাংলার মেয়ের পাশে থেকে মা দূর্গা দেশ থেকে দাঙ্গাকারীদের হটিয়ে দিক।

দূর্গা পুজো আসছে। দেবী আসছেন বাংলার ঘরে। আর বাংলার নিজের মেয়ে, মমতা ব্যানার্জি। সেই মেয়ের গড় ভবানীপুরেই উপনির্বাচনের আবহে মা আসছেন খেলা হবে স্লোগানে।

Comments are closed.