ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুরের সঙ্গে আরও দুই নির্বাচনী কেন্দ্রের নাম ঘোষণা করল বিজেপি। সামসেরগঞ্জের বিজেপি প্রার্থী মিলন ঘোষ। জঙ্গিপুরের বিজেপির হয়ে লড়বেন সুজিত দাস।
৩০শে সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন। মমতা ব্যানার্জির এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তিনি নিজেই। বুধবার প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। এলাকার পরিচিত মুখ শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। কিন্তু কোনওরকম প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। এবার প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির।
পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যুব মোর্চা নেত্রী। বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি লড়াই করছিলেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কার। বিজেপি সূত্রে আগেই খবর ছিল, যেহেতু এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি নিজেই। তাই বিজেপি কোনও একজন মহিলাকেই প্রার্থী করতে চেয়েছিল। সেইমত বিজেপি প্রার্থী করা হল প্রিয়াঙ্কা টিবরেওয়ায়ল।
Comments are closed.