আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য কম্পিউটার কোর্স চালু করলো বিধাননগর কমিশনারেট। বিনামূল্যে ৩ মাসের কম্পিউটার কোর্স চালু করলো বিধাননগর কমিশনারেট। এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে চালু হচ্ছে এই কম্পিউটার সেন্টার। এখানে কম্পিউটারের বেসিক কোর্স সহ সাইবার সিকিউরিটির বিষয়ে শেখানো হবে।
বর্তমান সময় সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে। তাই পড়ুয়াদের সাইবার ক্রাইমের বিষয়ে পাঠ দেওয়া হবে। মোবাইলের পাসওয়ার্ড, কীভাবে মোবাইলে থাকা সব তথ্য সুরক্ষিত রাখা যাবে সেই বিষয়ে পড়ানো হবে। বিনামূল্যে এই কোর্সের পর দেওয়া হবে শংসাপত্র। বিধাননগর কমিশনারেট পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিধাননগরের বাসিন্দারা। জানা গিয়েছে, যাঁরা আগে কম্পিউটার কোর্স করেছেন, কিন্তু বাড়িতে কম্পিউটার না থাকার কারণে বাড়িতে প্র্যাকটিস করতে পারছিলেন না, তাঁরাও এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন।
ইতিমধ্যে লেকটাউন, রাজারহাট, নিউ টাউন, নারায়ণপুর, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স এবং বিধাননগর উত্তর থানায় এই কম্পিউটার কোর্স চালু হয়ে গিয়েছে। খুব শীঘ্র অন্যান্য থানাগুলিতেও এই কম্পিউটার কোর্স চালু হবে বলে জানা গিয়েছে।
Comments are closed.