মঙ্গলবার শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে পাহাড় বনধ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার ২৪ ঘন্টার মধ্যেই বনধ স্থগিত রাখার ঘোষণা করলেন বিনিয় তামাংরা। এদিন একটি বিবৃতি জারি করে তাঁরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থী এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে।
মঙ্গলবারই শিলিগুড়ির সভা থেকে বনধ নিয়ে রাজ্যের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি। কোনও বনধ হবে না। বনধ করলে আমরা সমর্থন করব না। শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে। উন্নয়নের জন্য নয়, কী করে অশান্তি পাকাতে হয়, তার জন্য জাগে। পরিষ্কার নির্দেশ দিচ্ছি, ২৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। বঙ্গভঙ্গ আন্দোলন করতে গেলে, আন্দোলনের অধিকার সকলের, কিন্তু আইন মেনে চলতে হবে। আইন না মানলে কাউকে রেয়াত করবে না সরকার। বনধ সমর্থন করি না আমরা।” এমনকি আইন শৃঙ্খলার কোনও ব্যাঘাত ঘটলে ধরপাকড় করা হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এরপরেই আন্দলনকারীদের বনধ স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানেই কী বনধ স্থগিতের সিদ্ধান্ত নিল বিনিয় তামাংরা?
Comments are closed.