প্রয়াত বীরভূমের ‘১ টাকার ডাক্তারবাবু’; ট্যুইটে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

মাত্র ১ টাকা ফি নিয়ে তিনি চিকিৎসা করতেন। সেখান থেকেই ‘১ টাকার ডাক্তারবাবু’ নামে বীরভূমে পরিচিত ছিলেন। একটা সময় সারা দেশেও তাঁর নাম ছড়িয়ে পড়ে। মঙ্গলবার না ফেরার দেশে চলে গেলেন সেই ১ টাকার চিকিৎসক সুশোভন ব্যানার্জি। এদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

দীর্ঘ ৫৭ বছর মাত্র এক টাকার বিনিময়ে চিকিৎসা করে গিয়েছেন। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর সর্বচ্চ পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কারও পান। রাজনীতিতেও এসেছিলেন। প্রথমে জেলা কংগ্রেসের সভাপতি। সেখান থেকে বিধায়কও হন। পরে তৃণমূলে যোগ দেন। বীরভূমের জেলা সভাপতিও ছিলেন। সুশোভন বাবুর মৃত্যুতে শোকের ছায়া এলাকাবাসীর মনেও। 

শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যুইটে লিখেছেন, সুশোভন বাবুর মৃত্যুর কথা জানতে পেরে আমি শোকাহত। বীরভূমে তিনি ১ টাকার চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। জনমুখী আদর্শের জন্যই তিনি খ্যাত ছিলেন। 

সুশোভন বাবুর পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবশেষে মঙ্গলবার সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

Comments are closed.