উত্তরবঙ্গ পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য। অজস্র প্রজাতির পাখির দেখা মেলে উত্তরবঙ্গ। এবার ভিন্ন প্রজাতির পাখিদের নিয়ে শুরু হচ্ছে উত্তরবঙ্গ পাখি উৎসব। পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগ এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম এর সহযোগিতায় এই অভিনব উৎসব শুরু হতে চলেছে। আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে উৎসব। ভিন রাজ্য তো বটেই বাংলাদেশ, নেপাল, ভূটান থেকেও প্রতিনিধিরা পাখি উৎসবে যোগ দেবেন।
উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, মূলত শিলিগুড়ি এবং পূর্ব ডুয়ার্সের কয়েকটি জায়গা নিয়ে এই উৎসব হবে। উৎসবে অংশগ্রহণকারী পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নানান প্রজাতির পাখি দেখানো হবে। উৎসবস্থলগুলোর মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানও রয়েছে। সেখানে প্রায় ২৪৬ প্রজাতির পাখির দেখা মিলবে। এছাড়াও উৎসবে অংশগ্রহণকারী পর্যটকদের বক্সার লেপ্চাখা নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ড বা GBBC সমীক্ষায় জানা যায়, পাখির প্রজাতির নিরিখে সারা ভারতে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, রাজ্যের জেলাগুলোর মধ্যেও পাখির প্রজাতি বৈচিত্র নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। যাতে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ সবথেকে বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। প্রায় ৫০০ প্রজাতির পাখির মধ্যে শুধু দার্জিলিং-এ ২০৩ প্রজাতির পাখি পাওয়া যায়।
Comments are closed.