হাইকোর্টে গিয়েও অনুমতি মিলল না। পৌষমেলার জন্য মাঠ ব্যবহার করার অনুমতি দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, বিশ্বভারতীর মাঠে পৌষ মেলা করা যাবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে একমাত্র বিশ্বভারতী কর্তৃপক্ষই। সেই সঙ্গে এদিন পৌষমেলা সংক্রান্ত মামলাও ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।
মামলা ফিরিয়ে দিলেও মাঠ ব্যবহার করা নিয়ে বিশ্বভারতীকে ভেবে দেখতে বলেছে হাইকোর্ট। তবে এদিন রাজ্যের তরফে বলা হয়েছে, বিশ্বভারতী মেলার জন্য মাঠ ব্যবহারের অনুমতি না দিলে, বিকল্প মাঠের ব্যবস্থা করবে রাজ্য।
করোনার কারণে গত দু’বছর বিশ্বভারতীর পূর্ব পল্লির মাঠে মেলা হয়নি। শেষবার মেলা হয়েছিল ২০১৯ এ । গত বছরও মেলা করা নিয়ে নানান জটিলতা হয়। শেষ মেস রাজ্য সরকারের সহযোগিতায় বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলা হয়। এবারেও পূর্ব পল্লির মাঠে মেলা করতে চেয়ে বোলপুর পুরসভাকে চিঠি দেয় শান্তিনিকেতন ট্রাস্ট। পরে জেলা প্রশাসনের সঙ্গে বিশ্বভারতীর উপচার্য বৈঠকও করেন। এর মধ্যেই পূর্বপল্লীর মাঠে মেলা করা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এখন দেখার ঐতিহ্যবাহী পূর্ব পল্লির মাঠে মেলা নিয়ে কী সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী।
Comments are closed.