এবার রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর দাবি রাজ্যের বিজেপিতে আর কোনও প্রয়োজনীয়তা নেই। বাকি কথা সংবাদ মাধ্যমকে ডেকে জানিয়ে দেওয়ার কথাও বলেছেন শান্তুনু ঠাকুর।
রাজ্য বিজেপির নতুন কমিটিতে ঠাঁই হয়নি মতুয়া পরিবারের কোনও সদস্যের। তাই উত্তর ২৪ পরগনার ৫ জন বিধায়ক আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। এরপর বাঁকুড়ার ৪ বিধায়ক সেই দলে নাম লেখান। বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও কথা বলেছিলেন শান্তনু ঠাকুর৷ তার পরেও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি।
সোমবার বনগাঁয় পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক ডেকেছিল বিজেপি৷ গোপালনগরের সেই বৈঠকে হাজির ছিলেন না ছিলেন না সাংসদ শান্তনু ঠাকুর এবং তাঁর অনুগামী হিসেবে পরিচিত চার বিধায়ক কল্যাণাীর বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর৷
কিন্তু বৈঠকে হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ৷
Comments are closed.