একুশের বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা, চার কেন্দ্রের উপনির্বাচনে দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত নেতৃত্বকে প্রার্থী করল রাজ্য বিজেপি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বহুদিন সংগঠনের সঙ্গে যুক্ত, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে।
চার কেন্দ্রের মধ্যে শান্তিপুর এবং দিনহাটা বিজেপির জেতা আসন। তাই উপনির্বাচনে এই দুটি কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দিয়েছে পদ্ম শিবির। শান্তিপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে নিরঞ্জন বিশ্বাসকে। পেশায় স্কুল শিক্ষক নিরঞ্জন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।
দিনহাটায় বিজেপির প্রার্থী অশোক মন্ডল। একুশের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। উল্লেখ্য প্রার্থী অশোক মন্ডল তৃণমূলে ছিলেন। অশোক উত্তরবঙ্গের তৃণমূলের প্রথম বিধায়ক। আর অশোক তৃণমূল প্রার্থী হিসেবে উদয়ন গুহকেই হারিয়েছিলেন। ২০১১ সালের পর ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁর দুরুত্ব তৈরি হয়। ২০১৬ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই দলের সংগঠনের কাজে যুক্ত রয়েছেন তিনি।
বাকি দুই কেন্দ্র গোসাবা এবং খরদহতে একুশের নির্বাচনে অনেকটাই পিছিয়ে ছিল গেরুয়া শিবির। যদিও এই দুই কেন্দ্রেও তৃণমূলকে জমি ছাড়তে নারাজ বিজেপি। গোসাবায় বিজেপি প্রার্থী করেছে পলাশ রানাকে। পলাশও একসময় তৃণমূলে ছিলেন। পেশায় ব্যবসায়ী যুব নেতা পলাশ রানা এলাকায় নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বহুদিন।
খরদহতে বিজেপি প্রার্থী করেছে জয় সাহা। উত্তর শহরতলির যুব মোর্চার সাধারণ সম্পাদক জয় সাহা বিজেপি সাংসদ অর্জুন সিংহ ঘনিষ্ঠ।
Comments are closed.