প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। বুকে গুরুতর চোট নিয়ে ICU তে ভর্তি তিনি।
সূত্রের খবর, শুক্রবার সকালে নিজের কেন্দ্রের হরিদেবপুর এলাকায় প্রচার করছিলেন। তখনই আচমকা অনেক লোকজন হামলা করে। অভিযোগ, রাস্তায় ফেলে লাঠি দিয়ে ব্যাপক মারধোর করা হয় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ডায়মন্ডের প্রার্থী দীপক হালদারকে। তাঁর বুকে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে।
[আরও পড়ুন- ‘হারের ভয়ে দিশেহারা মমতা’, বলছেন জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু]
বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, প্রার্থী তালিকা প্রকাশের সময় বিজেপির অফিসে অফিসে গোলমাল চলছিল তখন কেউ বলেনি এটা তৃণমূল করাচ্ছে। এবার সেই গোলমাল নিজের পাড়ায় চলে এলেই তৃণমূলকে দোষারোপ!
Comments are closed.