খড়দায় প্রয়াত তৃণমূল বিধায়ক কাজল সিনহার বাড়িতে গেলেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহা। আগামী ৩০ তারিখ খড়দা সহ বাকি ৩ কেন্দ্রে উপনির্বাচন। রবিবার সকালে প্রচারে বের হন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। প্রচারে বেরিয়ে তিনি প্রথমেই যান কাজল সিনহার বাড়িতে। কথা বলেন কাজল সিনহার স্ত্রী নন্দিতার সঙ্গে। আশীর্বাদ নেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহার। মাল্যদান করেন প্রয়াত তৃণমূল নেতার ছবিতে।
বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, খড়দায় কাজল সিনহার স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য। তাই তাঁর স্ত্রীর আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলাম। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর। খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিজেপি প্রার্থীকে জয়ী হওয়ার জন্য কাজল সিনহার স্ত্রী আশীর্বাদ করতে পারেন না।
একুশের বিধানসভা নির্বাচনে খড়দা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছিলেন কাজল সিনহা। কিন্তু ভোটের আগের দিন সকালে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয় তৃণমূল প্রার্থী কাজল সিনহার। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায় জয়ী হয়েছেন কাজল সিনহা। সেই কারণেই এবার ওই আসনে উপনির্বাচন।
Comments are closed.