বিজেপির (BJP) সদর দফতর থেকে বাংলার ভোটের প্রার্থী ঘোষণা হল। এই কিস্তিতে চমক আছে একাধিক। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। লকেট চ্যাটার্জি চুঁচুড়ায়। স্বপন দাশগুপ্ত তারকেশ্বরে। নিশীথ প্রামানিক দিনহাটায় ভোটে লড়বেন।
বেহালা পূর্ব কেন্দ্রে পায়েল সরকার। যশ দাশগুপ্তকে চণ্ডীতলায়। সোনারপুর দক্ষিণে অঞ্জনা বসু। শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী।
তৃণমূল থেকে গিয়েই টিকিট পেয়েছেন অনেকেই। ডোমজুড় থেকেই লড়বেন রাজীব ব্যানার্জি। সিঙ্গুর থেকে ৮৯ বছরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রবীর ঘোষাল উত্তরপাড়া এবং দীপক হালদার ডায়মন্ড হারবার। সিপিএম থেকে আসা রিঙ্কু নস্কর লড়বেন যাদবপুর থেকে।
এদিকে বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্তকে হাওড়া দক্ষিণে প্রার্থী ঘোষণার পরই প্রার্থীর দাবি তিনি ভোটে দাঁড়াবেন না। কিছুই জানেন না। অন্যদিকে সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম ঘোষণার পরই উত্তপ্ত সিঙ্গুর। স্থানীয় বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখায়।
Comments are closed.