কামারহাটির BJP প্রার্থী রাজু ব্যানার্জির গাড়ি ভাঙচুর, হামলার অভিযোগ মদনের ‘ছেলে’দের বিরুদ্ধে
বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উপর
অব্যাহত বিক্ষিপ্ত অশান্তি। পঞ্চম দফার শেষ বেলায় আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন কামিরহাটির বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উপর।
ভোট চলাকালীন বুথে ঘুরছিলেন রাজু ব্যানার্জি। অভিযোগ, হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। ইট মেরে গাড়ির কাচ ভেঙে দেয়। এমনকি, বোমাবাজিও হয় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।
সূত্রের খবর, বেলঘরিয়া ব্রিজের উপরে রাজুর গাড়িতে ইট মারা হয়। ঘটনায় রাজু ব্যানার্জি আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁর ডান হাতে চোট লেগেছে বলেও দাবি বিজেপির। রাজু ব্যানার্জির সরাসরি অভিযোগ, মদন মিত্র তাঁর ‘ছেলে’দের দিয়ে হামলা করিয়েছেন।
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শনিবারই নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন রাজু ব্যানার্জি।
Comments are closed.