ভোটের প্রথম দফা শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। দিল্লি থেকে নাম ঘোষণা হল ১৪৮ জন বিজেপি প্রার্থীর। কিন্তু এবারও তালিকা ঘোষণা হতেই গোলমাল শুরু।
কলকাতার চৌরঙ্গি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রর। কিন্তু নাম ঘোষণা হয়েছে এই খবর পেয়েই বেঁকে বসেন শিখা মিত্র। তাঁর দাবি, তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন একথা কাউকে বলেননি এবং বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব নয়।
এখানেই শেষ নয়। কলকাতার আরও একটি কেন্দ্র কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থী হিসেবে ঘোষিত হয় তরুণ সাহার নাম। তৃণমূলের বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণের নাম প্রকাশ্যে আসতেই তিনি অবাক। তরুণ সাহার দাবি, তিনি তৃণমূল প্রার্থী অতীন ঘোষের হয়ে প্রচার করছিলেন, সেই সময় নিজের প্রার্থী হওয়ার খবর পান। বিস্মিত তরুণ সাহা বলছেন, আমি তৃণমূল ছাড়লাম কবে!
এর আগের দফায় প্রার্থী তালিকা প্রকাশের পরও একই বিড়ম্বনায় পড়তে হয়েছিল বঙ্গ বিজেপিকে। সেবার প্রার্থী হবেন না বলে দাবি করেছিলেন রন্তিদেব সেনগুপ্ত। পরে অবশ্য তিনি ভোটে লড়তে রাজি হন।
Comments are closed.