এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতিতে। এই আবহে দলেরই দুই বিধায়ককের বিরুদ্ধে অনৈতিক ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করলেন খোদ বিজেপি নেতা। দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মেলও করেছেন বিজেপি নেতা পার্থ চ্যাটার্জি। পদ্ম নেতার অভিযোগ ঘিরে কার্যত অস্বস্তিতে রাজ্য বিজেপি।
বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সদস্য পার্থ চ্যাটার্জি অভিযোগ করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি ইমেল মারফত জানিয়েছেন, নীলান্দ্রি তাঁর মেয়েকে কল্যাণীর AIIMS-এ অনৈতিকভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। একই অভিযোগ চাকদহের বিধায়কের বিরুদ্ধেও। চাকদহের বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষের পুত্ৰবধূও কল্যাণীর AIIMS-এ চাকরি করেন। ইমেল কার্যত ক্ষুভ উগরে দিয়ে বিজেপি নেতা বলেছেন, বহু বিজেপি কর্মী অত্যাচারিত হয়েছেন। অনেকে নিহতও হয়েছেন। সেই সমস্ত অসহায় বিজেপি কর্মীর পাশে দাঁড়ানোর জায়গায় বিজেপি বিধায়ক, সাংসদরা স্বজনপোষণ করছেন।
নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক বিরোধী তরজায় সরগরম রাজ্য রাজনীতি। আবহে বিজেপি নেতার অভিযোগ প্রকাশ্যে আসায় নতুন মাত্রা পেল শাসক বিরুধী দ্বন্দ। বিজেপি নেতার অভিযোগকে হাতিয়ার করে পদ্ম-শিবিরকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। যদিও রাজ্য বিজেপির নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.