বারাণসিতে মোদী, আডবানির কেন্দ্র গান্ধীনগরে অমিত শাহঃ ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, রাজ্যের ২৩ আসনে প্রার্থীর নাম প্রকাশ
দেশের ১৮২ টি কেন্দ্রের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রত্যাশামতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়বেন বারাণসী কেন্দ্র থেকে। তবে সবচেয়ে বড় চমক, লালকৃষ্ণ আডবানির গান্ধীনগর আসন থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রথম তালিকায় আডবানির নাম নেই। তাঁর সংসদীয় রাজনৈতিক জীবন শেষ হয়ে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত ২০১৪ সালের মতোই রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেঠি কেন্দ্র থেকে লড়বেন স্মৃতি ইরানি।
গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও ২৩ টি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লড়বেন মেদিনীপুর কেন্দ্র থেকে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিংহ। দমদমের প্রার্থী শমীক ভট্টাচার্য। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, যাদবপুরের প্রার্থী অনুপম হাজরা। বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ। ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। আসানসোলের প্রার্থী গতবারের সাংসদ বাবুল সুপ্রিয়। বীরভূমের প্রার্থী দুধকুমার মন্ডল। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী নেতাজি পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী সিপিএম থেকে দলে যোগ দেওয়া খগেন মুর্মু। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী কল্যান চৌবে। তবে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম প্রথম তালিকায় নেই। সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে ফের প্রার্থী করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তমলুলের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ সরকার, বারাসতের প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ। আরামবাগের প্রার্থী তপন রায়। বর্ধমান পূর্বর প্রার্থী পরেশ চন্দ্র দাস। শ্রীরামপুরের প্রার্থী দেবজিৎ সরকার। ঝাড়গ্রামের প্রার্থী কুনার হেমব্রম।
Comments are closed.