শিয়রে বিধানসভা নির্বাচন। কিন্তু এখনও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। দেওয়াল লিখনে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করলেও প্রার্থীর নামের জায়গা ফাঁকাই রাখতে বাধ্য হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা।
এবার এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিয়ে টুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বিজেপির একটি দেওয়াল লিখনের ছবি পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সেই দেওয়াল লিখনে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করা হলেও প্রার্থী খুঁজে পাচ্ছি না বলে জানানো হয়েছে।
Couldn’t resist this piece of local Bengali Whatsapp humour!
(Roughly translates as – “Can’t find a BJP candidate, vote for lotus”) pic.twitter.com/fCuKGkhqJq
— Mahua Moitra (@MahuaMoitra) March 16, 2021
বিজেপির এই দেওয়াল লিখনের ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে মাত্র চার দফার। এরপরেই দলের একাংশের মধ্যে অসন্তোষ দেখা যায়। দলীয় কর্মীরা প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। সোমবারের পর মঙ্গলবারও সারাদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলে। যা দেখে চিন্তার ভাঁজ পড়ে দলের কেন্দ্রীয় নেতাদের কপালে। সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠকের পর মঙ্গলবার তড়িঘড়ি দিলীপ ঘোষ, মুকুল রায়দের দিল্লিতে তলব করেন অমিত শাহ। এরমধ্যেই মহুয়া মৈত্রের এই টুইট।
Comments are closed.