গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা পায়েল সরকার। বৃহস্পতিবার তিনি যোগ দেন বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন পায়েল। এদিন রাজ্য বিজেপির সদর দফতর থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন পায়েল। বহুদিন ধরেই তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল।
[আরও পড়ুন- পেট্রলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ, ফিরহাদের ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে গেলেন মমতা]
কয়েকদিন আগেই যশ দাশগুপ্ত যোগ দিয়েছিলেন বিজেপিতে। যশের সঙ্গে বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারীও। এর আগে রুদ্রনীল ঘোষ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। নামখানায় অমিত শাহের সভা থেকে বিজেপিতে যোগ দেন হিরণ চ্যাটার্জি। টেলি অভিনেতা কৌশিক রায় যোগ দেন বিজেপিতে, এবার সেই তালিকায় যোগ হল পায়েল সরকারের নাম।
বিধানসভা ভোটের আগে তারকাদের রাজনীতিতে যোগদান করতে দেখা যাচ্ছে। বুধবারই হুগলির সাহাগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ।
Comments are closed.