৩১ জানুয়ারি উলুবেড়িয়ায় অমিত শাহের সভা, সেদিনই কি BJP তে রাজীব?
হাওড়ায় সভা আয়োজনের কথা হতেই জল্পনা শুরু রাজীব ব্যানার্জিকে নিয়ে
জানুয়ারির শেষে ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি রাজ্যে থাকবেন। সেই অনুযায়ী ঠিক করা হয়েছে সামগ্রিক পরিকল্পনা। শাহ এবার উত্তর ২৪ পরগনা এবং হাওড়া যাবেন। এই প্রেক্ষিতেই জল্পনা শুরু হয়েছে, শাহের হাওড়ার সভায় কি রাজ্যের কোনও মন্ত্রী বিজেপিতে যোগ দেবেন?
ফের রাজ্যে আসছেন অমিত শাহ। প্রথমে ঠিক হয়েছিল ১২ জানুয়ারি রাজ্যে আসবেন শাহ। সভা হবে হাওড়ায়। তখনই জল্পনা উঁকি দিয়েছিল, তৃণমূলের বেসুরো বাজা ডোমজুড়ের বিধায়ক কি বিবেকানন্দের জন্মদিনেই বিজেপিতে যোগ দেবেন? অমিত শাহ আসেননি, ফেসবুক লাইভে নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন রাজীব ব্যানার্জি। এবার আবার বাংলায় আসছেন শাহ। এবার তাঁর গন্তব্য হাওড়ার উলুবেড়িয়া।
৩১ জানুয়ারি হাওড়ার উলুবেড়িয়ায় একটি সভা করবেন অমিত শাহ। পরে রোড শো। শোনা যাচ্ছে শাহের সভায় কয়েকজন বিজেপিতে যোগ দেবেন। স্বভাবতই জল্পনা শুরু রাজীব ব্যানার্জির নাম নিয়ে।
কারণ আগেরবার যখন অমিত শাহ বাংলায় এসেছিলেন, তড়িঘড়ি মেদিনীপুরে সভার আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর কলেজ মাঠের সেই সভায় শাহের হাত থেকে পদ্ম পতাকা নেন শুভেন্দু অধিকারী। তাই হাওড়ায় সভা আয়োজনের কথা হতেই জল্পনা শুরু রাজীব ব্যানার্জিকে নিয়ে।
শুধু উলুবেড়িয়াই হয়, এবার শাহের সফর সূচিতে জায়গা পেয়েছে উত্তর ২৪ পরগনাও। সূত্রের খবর ৩১ জানুয়ারি সকাল সকাল দমদম বিমানবন্দরে নামবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। তারপর শাহ হেলিকপ্টারে সোজা চলে যাবেন মায়াপুরের ইস্কন মন্দিরে। সেখানে পুজো দেবেন। তারপর শাহের হেলিকপ্টারের গন্তব্য ঠাকুরনগর। সেখানে মতুয়াদের সভায় সিএএ নিয়ে আশ্বাস দেবেন তিনি। তারপর ফিরবেন নিউটাউনের ৫ তারা হোটেলে। রাতে থেকে ৩১ জানুয়ারি শাহ যাবেন হাওড়ার উলুবেড়িয়া। সেখানে প্রথমে সভা। সেই সভায় বিজেপিতে যোগ দেবেন অন্যান্য দলের একাধিক নেতা। সেই তালিকায় কি থাকছে রাজীব ব্যানার্জির নাম? তা নিয়ে জল্পনা তুঙ্গে। উলুবেড়িয়াতে সভার পর একটি রোড শো করারও কথা রয়েছে শাহের।
এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, মেদিনীপুর কলেজ মাঠের পুনরাবৃত্তি কি হতে চলেছে উলুবেড়িয়ার সভায়? অপেক্ষা আরও ১০ দিনের।
Comments are closed.