বিএসএফ নিয়ে মন্তব্যের জেরে মামলার হুঁশিয়ারি চিঠি পেলেন অপর্ণা সেন। বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির আইনজীবী চিঠি দিয়েছেন অপর্ণা সেনকে। চিঠিতে বলা হয়েছে, বিএসএফ নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে অপর্ণা সেনকে। তা না হলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অনির্বাণ গাঙ্গুলির আইনজীবী পৃথ্বীজয় দাসের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে অপর্ণা সেন যদি নিঃশর্ত ক্ষমা না চান তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, পঞ্জাব, অসম এবং পশ্চিমবঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর অর্থাৎ বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হবে। এই এলাকার মধ্যে তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ। এর বিরুদ্ধে সরব হয় রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি। তৃণমূল সরকারের পাশে দাঁড়িয়েছে সিপিএম ও কংগ্রেস। এই নিয়ে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন বিমান বসু এবং অধীর চৌধুরী। রাজ্য সরকারকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিদ্বজ্জনদের একাংশ। তাঁদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন। বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অপর্না সেন বলেন, এটা বিশ্বাস করা কঠিন, প্রতিবছর দেড়শো জন বিএসএফের গুলিতে মারা যান। এর বিচার হচ্ছে না। বলা হচ্ছে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। এমনটা হলে তাহলে দুই পক্ষের হতাহতের আশঙ্কা থাকে।
বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির অভিযোগ, অপর্ণা সেন বিএসএফকে খুনি ও ধর্ষক বলেছেন। তিনি ক্ষমা না চাইলে অভিনেত্রীকে মামলা করার হুঁশিয়ারি দিয়ে চিঠি দেওয়া হল।
Comments are closed.