বিজেপি ছাড়তে পারেন জয় ব্যানার্জি। তাঁর কিছু মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। দলের দুর্নীতির প্রসঙ্গে জয় বলেন, আমি অসুস্থ হয়ে ছিলাম। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এরপর চিন্তা করব কোন দিকে যাব।
তিনি আরও বলেন, আমি দলের এমন গুরুত্বপূর্ণ পদে ছিলাম, যেখানে দুর্নীতি করার সুযোগ ছিল। কিন্তু আমি কখনই দুর্নীতি করার চিন্তা করি নি। তাই আমার বাড়িতে কোনওদিন পুলিশকে আসতে হয়নি। আর তাই আমি কেন্দ্রীয় নেতৃত্বের ভালোবাসার পাত্র। এদিন জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন জয় ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে অভিনেতা রাহুল চক্রবর্তী দাবি করেছিলেন, টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে টাকা চেয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। এদিন জয় ব্যানার্জি বলেন, যা রটে, তার কিছু বটে।
জয়প্রকাশ মজুমদারের উদ্দেশ্য তিনি বলেন, কিছুদিন আগেই চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা নিয়েছিলেন।
ওর আগেও ভবানীপুর উপনির্বাচনে ফলপ্ৰকাশের আগেই তিনি বলেছিলেন জয়ী হবেন মমতা ব্যানার্জি। কারণ বিজেপির উচিত ছিল কোনও বাঙালিকে ভোটে প্রার্থী করা। রাজ্য বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। সেইসময় তাঁর দল বদলের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল।
Comments are closed.