বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে মন্তব্যের জের। অপর্ণা সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি।বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে উল্টোডাঙা থানায় এই এফআইআর করেন। কল্যাণ চৌবের অভিযোগ, অপর্ণা সেন বিএসএফকে খুনি ও ধর্ষক বলেছেন। এই মন্তব্যের প্রেক্ষিতেই পুলিশের কাছে এফআইআর অভিযোগ জানান তিনি।
নিরাপত্তার কারণে পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে সীমান্ত এলাকা থেকে আরও ৫০ কিলোমিটার ভিতরে তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ বলে জানায় কেন্দ্র। এরপরেই সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরমধ্যেই বাংলার কয়েকজনের মৃত্যু হয় বিএসএফের গুলিতে। রাজ্যে রাজ্যে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। তখন অপর্ণা সেনকে হুঁশিয়ারি দিয়েছিলেন আইনজীবী অনির্বাণ গাঙ্গুলী। চিঠি দিয়ে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। ক্ষমা না চাইলে মামলা করার হুঁশিয়ারি দেন অনির্বাণ। কিন্তু ক্ষমা চাননি অপর্ণা সেন। তাই এই এফআইআর বলে মনে করা হচ্ছে।
Comments are closed.