কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় চার্জশিটে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নাম।
গতবছর ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর জলসায় গুলি করে খুন করা হয় নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। খুনের তদন্তভার নেয় সিআইডি।
শনিবার রানাঘাট আদালতে সিআইডি চার্জশিট পেশ করে। জানা গিয়েছে সেখানে চক্রান্তকারী হিসেবে নাম রয়েছে মুকুল রায়ের। এর আগে সিআইডির সাপ্লিমেনটারি চার্জশিটে নাম ছিল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। এবার নাম এলো বিজেপি নেতা মুকুল রায়ের।
নিজের প্রতিক্রিয়ায় মুকুল রায় জানান, বাচ্চা ছেলে সত্যজিতের খুন অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার চেয়ে বড়ো দুঃখের রাজ্যের পুলিশমন্ত্রীর ভূমিকা। আমার বিরুদ্ধে ৪০ টির বেশি মামলা হয়েছে, আবার হল। আদালতে লড়ে নেব।
Comments are closed.