মুকুল রায় যখন ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে বসে মিটিং করছেন, ঠিক তখন উত্তর কলকাতায় কুণাল ঘোষের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ সারছেন রাজীব ব্যানার্জি।
প্রায় ঘণ্টাখানেক কুণালের বাড়িতে ছিলেন রাজীব। বেরিয়ে জানান, অসুস্থ আত্মীয়কে দেখতে এই পাড়ায় এসেছিলেন। ফেরার পথে বহুদিনের পরিচিত কুণালের সঙ্গে দেখা করে এক কাপ চা খেয়ে গেলেন।
মুখে স্বীকার না করলেও এই আবহে বেসুরো রাজীবের কুণালের বাড়ি গিয়ে বৈঠক অন্য তাৎপর্য বহন করছে, তা নিশ্চিত। প্রসঙ্গত শনিবারই ফের ডোমজুড়ে রাজীবকে নে ফেরানোর আবেদন জানিয়ে পোস্টার পড়েছে। রাজনৈতিক মহল মনে করছে, এই পরিস্থিতিতে তৃণমূলের সাধারণ সম্পাদকের বাড়িতে সৌজন্য সাক্ষাতের মধ্যে দিয়ে তৃণমূল নেতৃত্বকে বার্তা দিলেন রাজীব।
এখন প্রশ্ন হল, মমতা ব্যানার্জি বর্ণিত নরমপন্থী না চরমপন্থী, রাজীব কোন দলে পড়ছেন?
Comments are closed.