বেশি খেলা খেলতে যেও না! শীতলকুচির খেলা খেলে দেব! দিলীপ, রাহুলের পর এবার সায়ন্তন
শীতলকুচি কাণ্ডের পরই একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে
বেশি খেলা খেলতে যেও না! শীতলকুচির খেলা খেলে দেব। মন্তব্য বিজেপির নেতা সায়ন্তন বসুর।
শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। তারপর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রবিবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের হয়ে প্রচার করেন সায়ন্তন বসু। সেখানে শীতলকুচির প্রসঙ্গ তুলে বলেন, বেশি খেলা খেলতে যেও না! শীতলকুচির খেলা খেলে দেব।
এখানেই শেষ নয়, রাজবংশী যুবক আনন্দ বর্মার মৃত্যু প্রসঙ্গ টেনে বলেন, সকালে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে মেরে দিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ৪ ঘণ্টার মধ্যেই চারটেকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর যুক্ত করেন শোলে ছবির বিখ্যাত ডায়লগ, ‘তুম এক মারোগে তো হাম চার মারেঙ্গে!’ সায়ন্তন বসুর মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু তীব্র বিতর্ক।
প্রসঙ্গত, শীতলকুচি কাণ্ডের পরই একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বিজেপি নেতা সায়ন্তন বসুকে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে বলছেন, কেন্দ্রীয় বাহিনীকে বলে দেওয়া আছে ওদের বুক লক্ষ্য করে গুলি মারতে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, তাহলে কি শীতলকুচির ঘটনা বিজেপির পূর্ব পরিকল্পিত? সেই ভিডিও নিয়ে যখন নতুন করে তোলপাড় ঠিক তখনই শীতলকুচি নিয়ে সরাসরি হুমকি দিতে দেখা গেল বিজেপি নেতা সায়ন্তনকে।
Comments are closed.