২০১৯ লোকসভায় খারাপ ফলের পর ঘুরে দাঁড়াতে তৃণমূল চালু করেছিল দিদিকে বলো। ২০২১ এ তৃণমূলের তুমুল সাফল্যের নেপথ্যে ওই পরিকল্পনার অবদান অস্বীকার করেন না বিরোধীরাও। এবার কি তেমন কোন কর্মসূচি নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এখন এই প্রশ্নেই হেসে কুটিপাটি নেট মহল।
ঘটনার সূত্রপাত বিধানসভার প্রথম দিনের অধিবেশনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন। সেই সময় তাঁকে কটাক্ষ করেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। বলেন, লোকসভায় খারাপ ফলের পর আমরা শুরু করেছিলাম দিদিকে বলো। কন্যাশ্রী না পেলে দিদিকে বলো। রুপশ্রী না পেলে দিদিকে বলো। এরপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে তোলপাড় ফেলা শুভেন্দুকে উদ্দেশ্য করে পার্থ বলে ওঠেন, বিরোধী দলনেতা বরং বাবাকে বলো শুরু করুন। ওয়াকআউট করে বেরিয়ে আসার পর শুভেন্দু অভিযোগ করেন তাঁকে বাবা তুলে অপমান করা হয়েছে। তারপরই সোশ্যাল মিডিয়া ছয়লাপ বাবাকে বলোর কাল্পনিক পোস্টার মিমে। সেখানে একেবারে তৃণমূলের দিদিকে বলোকে নকল করে গেরুয়া রঙে পোস্টার মিম তৈরি হয়েছে। মাঝে শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। দেওয়া আছে তাঁর ফোন নম্বরও।
Banga BJP's new program was published. @BJP4Bengal #BabaKeBolo 😂😂 @NilonjitGain @MeghaA_Das @imsree2710 @anway_de @SubhamAITC pic.twitter.com/shxtsVCaFC
— ☘️Mehebub Masum☘️ (@aitc_mehebub24) July 7, 2021
বিধানসভা ভোটের আগে অমিত শাহের সভামঞ্চে গিয়ে বিজেপিতে যোগ দেন শিশির অধিকারী। কিন্তু আজ পর্যন্ত তিনি তৃণমূল সাংসদই থেকে গিয়েছেন। ইস্তফা দেননি। তৃণমূল তাঁর পদ খারিজের জন্য একাধিক চিঠি দিয়েছে লোকসভার স্পিকারকে। কিন্তু এখনও তিনি সিদ্ধান্ত জানাননি। এই প্রেক্ষিতেই বিজেপির প্রতীকে জিতে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। বিরোধী দলনেতা শুভেন্দু তাঁর পদ খারিজের দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন একাধিকবার। কিন্তু শিশির বাবু বা ভাই দিব্যেন্দু অধিকারীর তৃণমূলের সাংসদ পদ ছাড়া নিয়ে মুখে কুলুপ শুভেন্দুর।
তৃণমূলের একটি অংশের মোট, বাবাকে বলো কর্মসূচি নিয়ে খোঁচা দিয়ে আসলে পার্থ ভৌমিক বিরোধী দলনেতার দ্বিচারিতাকে সামনে তুলে আনতে চেয়েছেন। সেই সূত্র ধরেই ভাইরাল হয়ে গিয়েছে বাবাকে বলোর মিম। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, এমন অপপ্রচার মানুষ ভাল ভাবে নেবেন না।
Comments are closed.