ফের ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক 

ফের ভাঙন রাজ্য বিজেপিতে। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা তুলে নেন বিষ্ণুপুরের বিধায়ক।

তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তন্ময়। তিনি এদিন বলেন, বাংলায় ভোটে হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি কার্যত বাঙালি বিরোধী দল বলেও দাবি করেন তিনি। তন্ময়ের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে বাংলাকে ভয় দেখানো হচ্ছে, বাঙালির অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।

তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে দেশের সবথেকে জনপ্রিয় মুখ বলে উল্লেখ্য করেন তন্ময়। সেই সঙ্গে এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের উন্নয়নমূলক কাজ করছেন তাতে বাংলার সব জনপ্রতিনিধির উচিত দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর পাশে থাকা এবং এই বিরাট উন্নয়নের কাজে সামিল হওয়া।

বিষ্ণুপুরের বিধায়কের যোগদান প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, বিজেপি দলের অন্দরেও যে বাঙালি নেতাদের কোনঠাসা করা হচ্ছে তা আজকের ঘটনায় পরিষ্কার। তিন আরও বলেন, গুজরাট এবং দিল্লি থেকে নেতা এসে বিজেপির বাঙালি নেতাদের নিয়ন্ত্রণ করছেন। এর জেরে রাজ্য বিজেপির অনেক নেতাও বিরক্ত, তাঁরা মেনে নিতে পারছেন না এই হস্তক্ষেপ।

Comments are closed.