তৃণমূল বিধায়ক খুনের মামলায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন নিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় গত ১৪ সেপ্টেম্বর রানাঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল সিআইডি। ১৮ অক্টোবরের মধ্যেই তাঁকে হাজিরা দিতে বলেছিল রানাঘাট আদালত। সোমবার ওই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন নিলেন জগন্নাথ সরকার। গ্রেফতারি এড়াতে আগেই তিনি কলকাতা হাইকোর্টে অম্তর্বর্তী জামিন নিয়েছিলেন। সোমবার রানাঘাটের এসিজেএম প্রত্যয়ী চৌধুরী তাঁর নিয়মিত জামিন মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে। সরকারি আইনজীবী প্রদীপ প্রামাণিক জানান, সরকারি আইনজীবী প্রদীপ প্রামাণিক বলেন, সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় জগন্নাথ সরকার জামিনের আবেদন জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের সেই অন্তর্বর্তী জামিনের কথা মাথায় রেখে বিচারক তাঁর নিয়মিত জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এর ফলে সিআইডির দেওয়া চার্জশিটের প্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর বিচারক তাঁকে যে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন, ওই দিন আর বিজেপি সাংদকে যেতে হবে না।
জগন্নাথ সরকারের আইনজীবী জানান, মাসে এক দিন সিআইডির সঙ্গে দেখা করা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জগন্নাথ সরকারকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই শর্তই বহাল রেখে এক লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে।
২০১৯ সালের ৯ ফেব্রুয়ারির রাতে নদিয়ার ফুলবাড়ি এলাকায় সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়ে আততায়ীদের গুলিতে নিহত হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক। এই ঘটনায় হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয়। গত বছরই আততায়ীদের গ্রেফতার করা হয়েছিল। ঘটনার তদন্তের দায়ভার নেওয়ার পর বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে সিআইডি’র তদন্তে দাবি করা হয়েছে যে, সত্যজিৎ বিশ্বাসকে খুনের আগে এবং পরে এই ঘটনায় অভিযুক্ত অভিজিৎ কুন্ডারি ও নির্মল ঘোষকে বেশ কয়েকবার ফোন করেন বিজেপি সাংসদ। সেই তথ্যপ্রমাণ ও কল ডিটেলস তাদের হাতে এসেছে বলেও দাবি করেছিল সিআইডি। এছাড়া আর এক বিজেপি নেতা মুকুল রায়ের বিষয়ে আরও তদন্তের জন্য সিআইডি তিন মাস সময় পেয়েছে।
জামিন পাওয়ার পরে জগন্নাথ সরকার দাবি করেন, বিধায়ক খুনে অভিযুক্ত তাঁকে ফোন করে দলে যোগ দেওয়ার কথা বলেছিল। তিনি তখন মণ্ডল সভাপতির সঙ্গে তাকে যোগাযোগ করতে বলেন। নদিয়ার বিজেপি সাংসদের অভিযোগ, ২০২১ এর বিধানসভা ভোটের আগে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল।
Comments are closed.