বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঠিক বেলা ১১টা নাগাদ হাওড়া ব্রিজের যান চলাচল সপূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে কার্যত বন্ধ হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের একদিকে পে লোডার দিয়ে গর্ত খুঁড়ে শাল বল্লার সাহায্যে ব্যারিগেট দেওয়া হয়েছে। পুলিশের উচ্চ্ পদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজে স্ট্রিটের দিক থেকে এমজি রোড হয়ে নবান্নের উদ্দেশ্যে একটি মিছিল আসবে। তা আটকাতেই পুলিশের এই প্রস্তুতি।
অন্যদিকে হাওড়া ময়দান হয়ে জিটি রোড ধরে নবান্নের উদ্দেশ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি মিছিল যাবে। বঙ্কিম সেতুর ঠিক নীচে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই মিছিল ঠেকাতে ব্যারিগেট দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাপ।
অন্যদিকে সাঁতরাগাছি দিয়ে যে মিছিলটি আসবে, তাঁর নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে ৩ কিমি দূরেই মিছিল রুখতে নজিরবিহীন প্রস্তুতি পুলিশের। পে লোডার দিয়ে রাস্তা খুঁড়ে শাল খুঁটি পোতা হয়েছে ব্যারিগেটকে মজবুত করতে। সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে অভিযোগ, সপ্তাহের কাজের দিন নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। অনেকেই গন্তব্য স্থলে না পৌঁছে ফায়ার যাচ্ছেন। সব মিলিয়ে বিজেপির নবান্ন অভিযান ঘিরে বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়েছে সারা রাজ্যে।
Comments are closed.